বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শ্রীমঙ্গলের ১৩৮টি বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

শ্রীমঙ্গলের ১৩৮টি বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

শ্রীমঙ্গলের ১৩৮টি বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

শ্রীমঙ্গল, ২৭ জানুয়ারি, এবিনিউজ : উৎসবমুখর পরিবেশে আজ শনিবার শ্রীমঙ্গল উপজেলার ১৩৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল' নির্বাচন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন জাতীয় নির্বাচনের ন্যায় ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোট কেন্দ্র, নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট সব কিছুই ছিল। স্কুলের শিক্ষক-শিক্ষিকারা নির্বাচনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। নির্বাচন কমিশনারসহ সকল কর্মকর্তার দায়িত্ব পালন করেন স্কুলের ছাত্র- ছাত্রীরা।

শিক্ষা বিভাগ সুত্র জানায়, সকাল ৯টা থেকে একটানা দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে। এসব নির্বাচন যারা নির্বাচিত হবেন তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, পুস্তক, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি, বিদ্যালয়ের আঙ্গিনায় বাগান তৈরিসহ বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন।

সকাল থেকেই উপজেলার সরকারী প্রাইমারি স্কুলগুলোতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন চলতে দেখা গেছে। স্কুলের ছাত্র- ছাত্রীরা সকাল থেকে সুশৃঙ্খলভাবে লাইনে দাড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করে।

এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত