বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ক্রীড়া ও সাংস্কৃতি শিক্ষার অংশ: এনামুল হক

ক্রীড়া ও সাংস্কৃতি শিক্ষার অংশ: এনামুল হক

বাগমারা (রাজশাহী), ২৭ জানুয়ারি, এবিনিউজ : রাজশাহীর-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, শুধু লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করাই শিক্ষার্থীর মূখ্য উদ্দেশ্য নয়। লেখাপড়া করে যেমন সনদ অর্জন করা যায় তেমনি ক্রীড়া ও সাংস্কৃতির মাধ্যমে শারীরিক ভাবে সুস্থ থাকা যায়। তাই লেখাপাড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতি চর্চা করতে হবে।

আজ শনিবার সন্ধ্যায় উপজেলার মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে পিতা-মাতার সেবায় কাজ করতে হবে। সেই সাথে এমন ভাবে লেখাপড়া শিখতে হবে যে শিক্ষা সমাজ, দেশ ও জনকল্যাণে কাজে লাগে।

তিনি আরও বলেন, অপসংস্কৃতির দিকে মনোনিবেশ না করে দেশীয় ক্রীড়া ও সাংস্কৃতি চর্চা করা প্রয়োজন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রাজশাহী জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এনাগ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক তহুরা হক, জেলা আ.লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, আউচপাড়া আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সরদার জান মোহম্মাদ, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শেখ মোঃ আলী হাসান।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ শেখের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আ.লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মালেক মেহমুদ, উপজেলা আ.লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহম্মেদ, যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক মাস্টার মকবুল হোসেন, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি মরিয়ম বেগম, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আফসারুজ্জামান প্রমূখ।

এ সময় আ.লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিএন/জিল্লুর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত