![লালপুরে দুর্বৃত্তদের কোপের আঘাতে আহত কামালের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/28/nator@abnews_122961.jpg)
লালপুর (নাটোর) , ২৮ জানুয়ারি, এবিনিউজ : নাটোরের লালপুর উপজেলার কাজীপাড়া গ্রামের দুর্বৃত্তদের কোপের আঘাতে গুরুতর আহত কামাল আলী (৫০) চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। কামাল আলী উপজেলার কাজীপাড়া গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাজীপাড়া গ্রামের কামাল আলী গত শুক্রবার সকালে বাসা থেকে গোপালপুর সুগার মিল এলাকায় যাবার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে মহিষবাথান ফার্ম এলাকা পার হবার সময় কে বা কাহারা তার পথরোধ করে তাকে এলোপাথাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় কামালকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বিকেলে কামালের মৃত্যু হয়।
এ ব্যাপারে মৃত কামালের আত্মীয়রা জানান, কামালের নিকট ২০ হাজার টাকা ছিলো। তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করার সময় সে টাকাটি পাওয়া যায় নি। এটি ছিনতাই নাকি পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে সঠিক বলতে পারবো না।
তবে এ ব্যাপারে জানতে চাইলে লালপুর থানা অফিসার ইনচার্জ আবু ওবায়েদ জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করে নি। তবে বিষয়টি জানতে পেরে স্থানীয়ভাবে বিভিন্ন তথ্য সংগ্রহ করছি, মনে হচ্ছে এটা শত্রুতার জেরে ঘটেছে। অভিযোগ পেলে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অবশ্যই দোষী ব্যক্তিদের সনাক্ত করে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/নির্ঝর