![বরিশালে জব্দ ৫ মণ জাটকা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/28/elish.abnews24_122968.jpg)
বরিশাল, ২৮ জানুয়ারি, এবিনিউজ : বরিশালে যাত্রীবাহী একটি বাস থেকে শনিবার দিনগত মধ্যরাতে ৫ মণ জাটকা জব্দ করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। একই সময় ওই বাসের সুপারভাইজারকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আজ রবিবার সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আটক বাসের সুপারভাইজারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, নগরের কাশিপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় যাত্রীবাহী বাসটি গলাচিপা থেকে ঢাকা যাচ্ছিলো।
এবিএন/শংকর রায়/জসিম