বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সাভারে বস্তিঘরে আগুনে পুড়ল সহোদর ২ শিশু

সাভারে বস্তিঘরে আগুনে পুড়ল সহোদর ২ শিশু

ঢাকা, ২৮ জানুয়ারি, এবিনিউজ : ঢাকার অদূরে সাভারে একটি বস্তিঘরে আগুন লেগে পুড়ে মারা গেছে সহোদর দুই শিশু।

গতকাল শনিবার রাতে সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হচ্ছে জাহিদ (১৩) ও নাহিদ (৬)। শিশু দুটির মা জোবেদা বেগম এ সময় বাইরে ছিলেন। তাদের গ্রামের বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার ত্রিমোহনী গ্রামে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব দাস আজ রবিবার সকালে জানান, ধারণা করা হচ্ছে, রাতে বস্তির ঘরে মোমবাতি জ্বালিয়ে দুই ভাই ঘুমিয়ে পড়ে। কোনো এক ফাঁকে ঘরে আগুন লেগে যায়। পরে বস্তির লোকজন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেয়। দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং লাশ দুটি উদ্ধার করে।

পরে পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এসআই।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত