
ভোলা, ২৮ জানুয়ারি, এবিনিউজ : পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ বেতন-ভাতা সহ অন্য সুযোগ সুবিধা বৃদ্ধির দাবীতে সারা দেশের ন্যায় ভোলার ৫ টি পৌর সভায় কর্মবিরতী পালন করেছে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।
৩ দিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে রোববার প্রথম দিন সকাল ৬ টা থেকে পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ব্যানারে ভোলা পৌর কার্যালয় চত্বরে অবস্থান নেয় তারা।
এ সময় তারা তাদের দাবী আদায়ের জন্য বিভিন্ন স্লোগান দিয়ে সংশ্লিষ্ট কর্তপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। এ সময় বক্তব্য রাখেন, ভোলা পৌর সভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ভোলা পৌর সভার সভাপতি,মীর আলাউদ্দিন, সধারন সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।
মঙ্গলবার ৩১ জানুয়ারী বিকাল ৫টা পর্যন্ত ডাকা এ কর্মসূচী চলবে বলে জানা গেছে।
এবিএন/আদিল হোসেন তপু/জসিম/নির্ঝর