শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
টগী রানী হত্যা

মতলবে ফাসিঁর দাবিতে বিক্ষোভ

মতলবে ফাসিঁর দাবিতে বিক্ষোভ

চাঁদপুর, ২৮ জানুয়ারি, এবিনিউজ : মতলবের ছেংগারচর বাজারে মারিয়া জেনারেল হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে গর্ভপাত করানোর সময় মৃত্যুবরণ করেন গৃহবধু টগী রানী সরকার। টগী রানীর স্বামী ক্ষিতিষ চন্দ্র সরকার বাদী হয়ে এ ঘটনার সাথে জড়িতদেরকে আসামী করে মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

টগী রানীর বাড়ী উপজেলার কলাকান্দা ইউনিয়নের পাথরকান্দি গ্রামে। গত শুক্রবার টগী রানীর পরিবার ও এলাকার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ এ ঘটনার সাথে জড়িত আসামী হাসপাতালের পরিচালক আফরোজা মাসুদ ঝুনুর ফাসিঁর দাবীতে মোহনপুরস্থ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপির বাড়ীতে গিয়ে বিক্ষোভ করেন। তাৎক্ষণিক টগী রানীর পরিবারকে শান্তনা দেন মন্ত্রী এবং ঘটনার সাথে জড়িত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার আশ্বাস প্রদান করেন তিনি।

বিক্ষোভকারীরা বলেন, আসামীরা টগী রানীকে হত্যা করে লাশ গুম করার জন্য চেষ্টা করেছে। এদিকে টগী হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের বিচারের দাবীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রাধেশাম সাহা চান্দু ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস জোড় দাবি জানিয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত