
ব্রাহ্মণবাড়িয়া, ২৮ জানুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২শ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব -১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ রবিবার সকালে উপজেলার বিশ^রোড খাঁটিহাতা মায়ের দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার নিশ্চিন্তপুর এলাকার সিরাজ মিয়ার ছেলে মো. জুয়েল (২৬) ও সারেরকোনা এলাকার আবদুল মান্নান এর ছেলে ইসহাক মিয়া (২৮)। র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, আটককৃত গাঁজা ও পিকআপ ভ্যানের মূল্য আনুমানিক ৩৫ লক্ষ টাকা হবে। এব্যাপারে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটককৃত মাদকসহ সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিএন/এস.এম জহিরুল আলম চৌধুরী(টিপু)/জসিম/তোহা