রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • ভোলার চরফ্যাশনে বাল্য বিয়ে দেয়ার চেষ্টা : অবশেষে বন্ধ
দারিদ্রতার কারণে

ভোলার চরফ্যাশনে বাল্য বিয়ে দেয়ার চেষ্টা : অবশেষে বন্ধ

ভোলার চরফ্যাশনে বাল্য বিয়ে দেয়ার চেষ্টা : অবশেষে বন্ধ

ভোলা, ২৮ জানুয়ারি, এবিনিউজ : দারিদ্রতার কারনে ৪ বছর আগে ৬ষ্ঠ শ্রেণীতে থাকা অবস্থায় বন্ধ যায় সুফিয়ার পড়ালেখা। এরপর বাড়ীতেই থাকে সে। পরিবারের অভাবের কারনেই মেয়ে পড়ালেখা করার ইচ্ছা থাকা সত্ত্বেও তা আর করানো সম্ভব হয়নি। তাই মেয়েকে বাল্য বিয়ে দিয়ে কিছুটা দায় গ্রস্ত হতে চেয়েছিলাম পিতা মো. আলী। তবে রবিবার সকালে পুলিশ প্রশাসন ও সম্মনিত্ব শিশু বিবাহ রোধ কর্মসূচী (আইইসিএম) প্রকল্পের কর্মীদের সহায়তায় অবশেষে বন্ধ হয় সুফিয়ার বিয়ে। আজ দুপুরেই আহম্মপুর ইউনিয়নের চরজাহাজ মারী গ্রামের হোন্ডার ড্রাইভার কামাল এর সাথে বিয়ে হওয়ার কথা ছিলো।

স্থানীয় সূত্রে জানা যায় যে, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আলী একাব্বর লাইঠালবাড়ীর শ্রমিক মো. অলী ও গৃহিনী মিনারা বেগম ৪ মেয়ে ১ ছেলের মধ্যে ২য় সুফিয়া। পরিবারের অভাব অনটনের কারনে বিয়ে দিতে চেয়েছিলো মেয়েকে সুফিয়াকে (১৭)। ইতিমধ্যে ছেলের পরিবারে সাথে বিয়ে নিয়েও কথাবর্তাও চলছিলে। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানার এএসঅই গিয়াস উদ্দিন ও কোস্ট ট্রাস্ট এর সম্মনিত্ব শিশু বিবাহ রোধ কর্মসূচী (আইইসিএম) প্রকল্পের কর্মীরা গিয়ে বাল্য বিয়ের কুফল ও ১৮ বছর আগে বিয়ে দিলে এর শাস্তি সম্পর্কে পরিবারকে বুঝালে তারা এই বিয়ে বন্ধ করতে সম্মতি হন।

নীল কমল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য কালাম ডাক্তার এই বিয়ে বন্ধর ঘটনা নিশ্চিত করেন। পরে এএসঅই মো. গিয়াস উদ্দিন,বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে বিয়েটি বন্ধ করেন এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মেয়ের বাবা মো. অলীর কাছ থেকে মুচলেকা নেন পুলিশ। একই সঙ্গে মেয়েটিকে পড়ালেখা চালিয়ে নেওয়ার জন্য পরিবারকে বলেন।

এবিএন/আদিল হোসেন তপু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত