![কলমাকান্দায় শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী নির্বাচিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/28/natokona_abnews24 copy_123005.jpg)
কলমাকান্দা (নেত্রকোনা), ২৮ জানুয়ারি, এবিনিউজ : নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেণি শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী নির্বাচিত করা হয়েছে। আজ রবিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস অনুষ্ঠানিক ভাবে এ তথ্য ঘোষনা করেন। অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে আনন্দপুর উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের মর্যাদা পেয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ওমর ফারুক, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন নলছাপ্রা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুস সালাম ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র মাহি।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল ছিদ্দিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফ.এম আব্দুল ওয়াজেদ তালুকদার, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরে আলম, একাডেমিক সুপার ভাইজার মো.তারিকুল ইসলাম ও প্রভাষক সুমন চন্দ্র সরকার প্রমূখ।
এবিএন/রশিদ আকন্দ/জসিম/তোহা