বড়াইগ্রাম (নাটোর), ২৮ জানুয়ারি, এবিনিউজ : রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রথা চালুসহ অন্যান্য সুযোগ সুবিধার দাবীতে পানি সরবরাহ ব্যতিত সকল ধরণের সেবা বন্ধ করে কর্মবিরতিতে নেমেছে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশানের ব্যানারে প্রতিটি পৌরসভায় ওই কর্মসূচি চলবে ৩০ জানুয়ারী পর্যন্ত।
বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় কর্মবিরতি কালে আব্দুল হামিদ শেখের সভাপতিত্বে বক্তৃতা করেন পৌর মেয়র কেএম জাকির হোসেন, পৌর সচিব রেজাউল করিম, হিসাব রক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, আকুল হোসেন প্রমূখ। এদিকে গুরুদাসপুর উপজেলার গুরুদাসপুর পৌরসভায় কর্মবিরতি পালন কালে বক্তৃতা করেন সচিব হাফসা শারমিন, দিল মোহাম্মদ প্রমূখ।
এবিএন/আশরাফুল ইসলাম আশরাফ/জসিম/তোহা