শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • জামালগঞ্জে বিএনপির মানববন্ধনে হাতাহাতির ঘটনায় দু’পক্ষের উত্তেজনা

জামালগঞ্জে বিএনপির মানববন্ধনে হাতাহাতির ঘটনায় দু’পক্ষের উত্তেজনা

জামালগঞ্জে বিএনপির মানববন্ধনে হাতাহাতির ঘটনায় দু’পক্ষের উত্তেজনা

সুনামগঞ্জ, ২৮ জানুয়ারি, এবিনিউজ : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপির দু’পক্ষের মানববন্ধনে হাতাহাতির ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। গত মঙ্গলবার হাওরের জলাবদ্ধতা নিরসন,বেড়ীবাঁধের কাজ সঠিক ভাবে দ্রুত সময়ে সম্পন্ন করার দাবীতে মানববন্ধন চলাকালে শাহজাহান -আজিজ গ্রুপ ও নূরুল হক আফিন্দী গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা সৃষ্টি হয়। এসময় নূরুল হক আফিন্দীসহ তার গ্রুপের কয়েক নেতা লাঞ্চিত হন ও ব্যানার চিনিয়ে নেওয়ার মত ঘটনা ঘটে। জানা যায়, নূরুল হক আফিন্দী সমর্থকরা দূর্লভপুর ও সাচনা বাজারে দফায় দফায় বৈঠক করে আজ রবিবার জামালগঞ্জে অবস্থান নেওয়ার ঘোষনা দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি সভাপতি নূরুল হক আফিন্দী,সাধারন সম্পাদক আব্দুল মালিক,সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ব্যাপারে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। অপরদিকে অবস্থান কর্মসুচি প্রতিরোধের ব্যাবস্থা নিতে শাহজাহান -আজিজ গ্রুপের নেতাকর্মীরাও সাচনা-জামালগঞ্জে একাধিক বৈঠক করেছেন। বৈঠকে উপজেলা বিএনপি নেতা সিরাজ মিয়া, আব্দুছ ছত্তার, মোহাম্মদ আলী,শাহজাহান, আজিজুর রহমান,আব্দুস সহিদ তালুকদার, জুলফিকার চৌধুরী রানা,ইকবাল হোসেন,শহিদূল ইসলাম,খুরশেদ আলম,আখতারুজ্জামান, মামুন, হাসিন জিয়া হিরন প্রমুখ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নূরুল হক আফিন্দী সমর্থক আব্দুল মালিক,আব্দুল মতিন,মোজাম্মেল হক স্বপন বলেন, জেলার নির্দেশে তৃণ্যমূল পর্যায়ে দলকে আরও সংঘঠিত করা খুব ভাল কাজ কিন্তু কিছু লোক দলের ভাবমূর্তী ক্ষুন্ন করতে অপচেষ্টায় লিপ্ত, প্রকৃত পক্ষে তারা দলের কেউ না।

জেলা বিএনপির সাধারন সম্পাদক নূরুল ইসলাম নুরুল বলেন,বিষয়টি সমাধানের জন্য জেলা কমিটির পক্ষ থেকে ৩ সদস্যর (যুগ্ম সম্পাদক মোনাজ্জির হোসেন সুজন ও নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম) একটি প্রতিনিধি দল জামালগঞ্জে পাঠানো হয়েছে সমোঝতার চেষ্টা চলছে। এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ অবুল হাসেম বলেন,আইন শৃংঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছি। জেলা পুলিশ সুপার মহোদয় চিঠি দিয়েছেন। কোন পক্ষকেই মিটিং করতে দেওয়া হবেনা।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত