![সুনামগঞ্জে ভারতীয় মদ ও বিড়িসহ আটক ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/28/arrest_abnews_123014.jpg)
সুনামগঞ্জ, ২৮ জানুয়ারি, এবিনিউজ : আজ রবিবার ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শহরের পৌর এলাকার তেঘরিয়া গ্রামে অভিযান পরিচালনা করে ভারতীয় মদ ও পাতার বিড়িসহ ১ জনকে আটক করে।
উদ্ধারকৃত মদের মূল্য ৩৭৮০০০ টাকা এবং পাতার বিড়ির মূল্য ২১০০০ টাকা হবে।
আটককৃত ব্যক্তি হলো বিশ্বম্ভরপুর উপজেলার উত্তর কাপনা গুচ্ছ গ্রামের নাজিম উদ্দিন পুত্র আবু বক্কর সিদ্দিক (৩৬)। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি অবৈধভাবে ভারতীয় মদ ও পাতার বিড়ি করে আসছি।
গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এমসি