![সদরপুর বাজারে আসছে প্রচুর শীতকালীন সবজি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/28/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_123047.gif)
সদরপুর (ফরিদপুর), ২৮ জানুয়ারি, এবিনিউজ : ফরিদপুরের সদরপুর উপজেলায় বেশ কিছুদিন যাবৎ শীত নামতে শুরু করেছে। আর শীতের সাথে পাল্লা দিয়ে বাজারে আসছে ব্যাপকহারে শীতকালীন সবজি। এবছর ভালো ভাবে সবজি ফলনের জন্যে কৃষকদের পরিবারে আনন্দ বেড়েছে। ফলনকৃত ক্ষেত থেকে প্রতিদিন মন মন সবজি ছিড়ে বাজারে নেওয়া হচ্ছে। এ কারনে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকদের ফলানো সবজিতে ভরপুর এখন সদরপুরের বিভিন্ন বাজার।
সদরপুর কাঁচা বাজার, শৌলডুবী বাজার, মজুমদার বাজারসহ বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে, শাক-সবজিতে ভরপুর বাজার। বেগুন, শিম, লাউ, কাঁচা টমেটো, পাকা টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মুলা, মিষ্টি কুমড়া, কচুর লতি, লালশাক, পালনশাক, লাউশাক কোনো কিছুর কমতি নেই বাজারে। সদরপুর কাঁচা বাজারের সবজি বিক্রেতা মোঃ তারা খালাসী জানান, বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকা কেজি, ঘিউন বেগুন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি, দেশি বেগুন ৩০ থেকে ত্রিশ ৩৫টাকা কেজি, ফুলকপি বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি, ক্ষীরা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা প্রতি কেজি।
এছাড়া কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০টাকা কেজি, কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে দশ থেকে বার টাকা কেজি দরে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে শীতের সবজি ফুলকপির দাম কমেছে বলে জানান তিনি। তিনি আরো জানান, শীত যত কমবে সবজির দাম আগামীতে আরো কমে যাবে। কারণ এ বছর সবজির ফলন ভালো হয়েছে। মাছের বাজারে গিয়ে দেখা যায় পর্যাপ্ত মাছের আমদানি রয়েছে। ছুটির দিন শুক্রবার হওয়ায় মাছের চাহিদা থাকে। তাই শুক্রবার আর শনিবার বিভিন্ন প্রান্ত থেকে বাজারে মাছ আসে। মাছ বিক্রেতা শাহ আলম জানান, ইলিশ মাছ বিক্রি হচ্ছে ছয়শ পঞ্চাশ থেকে পাঁচশ পঞ্চাশ, চিতল মাছ পাঁচশ পঞ্চাশ। এছাড়াও বিভিন্ন প্রজাতির ছোট মাছও লক্ষ্য করা গেছে। এ সপ্তাহে মাছের দাম বাড়লেও মাংসের দাম আগের মতই রয়েছে, গরুর মাংস বিক্রি হচ্ছে চার শ থেকে সাড়ে চার’শ টাকা কেজি দরে। খাসির মাংশ বিক্রি হচ্ছে সাতশ থেকে সাত পঞ্চাশ টাকা কেজি দরে।
প্রায় সবজির দামই ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। বাজার করতে আসা আলম খোন্দকার নামে এক ক্রেতার সাথে কথা বললে তিনি জানান, বাজারে সব রকমের সবজি দেখতে পাচ্ছি, দামও দেখছি খুব একটা বাড়েনি। তবে শীতের সবজি ফুলকপির দাম আরো কমলে ভালো হয়। তিনি আরো জানান, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মাছের দাম কিছুটা বেড়েছে। মাছের দামটাও আরো কম হলে আমাদের মত মধ্যবিত্ত মানুষের জন্য ভালো হয়।
শীত যত বাড়বে দিন দিন সবজির পসরাও বাড়বে সবজি বিক্রেতাদের দোকানে। ক্রেতাসহ সাধারণ মানুষের একটাই প্রত্যাশা সবকিছুর মূল্য যেন ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে।
এবিএন/সাব্বির হাসান/জসিম/তোহা