বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বড়াইগ্রামে এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালন করবেন না শিক্ষকরা

বড়াইগ্রামে এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালন করবেন না শিক্ষকরা

বড়াইগ্রামে এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালন করবেন না শিক্ষকরা

বড়াইগ্রাম (নাটোর), ২৮ জানুয়ারি, এবিনিউজ : এমপিওভুক্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ ১১ দফা দাবিতে সংগ্রাম কমিটির ব্যানারে সারাদেশের মত নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫২টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরাও কর্মবিরতি পালন করছেন।

এ অবস্থায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার বিষয়ে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ছাড়া কোন দায়িত্ব পালন না করার ঘোষনা দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক ওয়াছেক আলী সোনার ওই ঘোষণা দেন।

আজ রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এসএসসিও সমমানের পরীক্ষায় সংশ্লিষ্টদ কেন্দ্র সচিব, হল সুপার ও কক্ষ পরিদর্শকদের এক মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ এর সভাপতিত্বে সভায় উপজেলা সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষকরা অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের মধ্যে প্রধান অতিথি হিসাবে দিকনির্দেশনা মূলক বক্তৃতা করেন ইউএনও আনোয়ার পারভেজ।

এ সময় শিক্ষক সমিতির সভাপতি ও কেন্দ্র সচিব ওয়াছেক আলী ইউএনও’র দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের আন্দোলন চলছে। তাই আমরা কেন্দ্রর সিদ্ধান্ত ছাড়া পরীক্ষার দায়িত্ব পালন করতে পারবো না। জবাবে ইউএনও বলেন, আমরা বাংলাদেশের বাহিরে নই। সারাদেশে যা হবে আমরাও তাই করবো। তবে আমরা এতোটা অমানবিক নই যে কমলমতি শিক্ষার্থীদের জিম্মি করে কোন দাবি আদায়ের চেষ্টা করবো।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম, এ্যাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামা, কেন্দ্র সচিব অধ্যক্ষ লাজারুশ রোজারিও, অধ্যক্ষ মাওলানা ওসমান গণি, প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সাবিনা ইয়াসমিন রেখা, জাহাঙ্গীর আলম প্রমূখ।

সভা শেষে মাধ্যমিক শিক্ষকরা বিশেষ জরুরী সভা করেন।

এবিএন/আশরাফুল ইসলাম আশরাফ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত