![ইবি’র আন্ত:বিভাগ ও আন্ত:হল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন কাল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/28/islami-university_123054.jpg)
ইবি (কুষ্টিয়া), ২৮ জানুয়ারি, এবিনিউজ : ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতা-২০১৮ এর উদ্বোধন অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার। ওইদিন সকাল সাড়ে ৯টায় বাংলা বিভাগ ও অর্থনীতি বিভাগের খেলার মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভিসি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী। এ তথ্য জানিয়েছেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মাদ সোহেল।
জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেবে ২৫টি বিভাগ এবং ছাত্রদের ৪টি ও ছাত্রীদের ৩টি আবাসিক হলের শিক্ষার্থীরা।
এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা