![পাইকগাছা পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/28/abnews-24_123055.jpg)
পাইকগাছা (খুলনা), ২৮ জানুয়ারি, এবিনিউজ : খুলনার পাইকগাছা পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের পক্ষ থেকে ৭২ ঘন্টার কর্মবিরতি শুরু করা হয়েছে। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পিএফ পেনশন/গ্রাচুইটি এর শতভাগ অর্থ বকেয়া সহ সরকারি কোষাগার থেকে প্রদানের দাবীতে কেন্দ্রীয় ৭২ ঘন্টা কর্মবিরতি কর্মসূচির অংশ হিসাবে স্থানীয় পৌর কর্মকর্তা-কর্মচারীরা আজ রবিবার সকালে পৌর ভবনের সামনে অবস্থান নিয়ে প্রথম দিনের কর্মবিরতি পালন করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের জেলা সভাপতি ও পৌর সাধারণ সম্পাদক শেখ জিয়াউর রহমান, পৌর এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী নূর আহম্মদ, মোঃ সাইদুর রহমান, উত্তম কুমার ঘোষ, এসএম ইমদাদুল হক, হেমেন্দ্রনাথ গাইন, মৃণাল কান্তি সানা, বিদ্যুৎ কুমার রায়, বিকাশ চন্দ্র ঘোষ, কবিতা রানী গাইন, মোঃ মুজিবর রহমান, নূরুল ইসলাম, কৌশিক মন্ডল, তন্ময় মন্ডল ও আমির আলী খাঁ।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/তোহা