মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পাইকগাছায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত
সরকারি দুই স্কুলের

পাইকগাছায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত

পাইকগাছায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা), ২৮ জানুয়ারি, এবিনিউজ : খুলনার পাইকগাছায় সরকারি দুই স্কুলের ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক অজিত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষক আব্দুল ওহাব, অরবিন্দু হাজরা, প্রণব বিশ্বাস, রোকনুজ্জামান, মৃণাল কান্তি রায়, দিপংকর ফৌজদার, আনন্দ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, অভিভাবক হেলেনা জামান, বাসন্তী মন্ডল, পরীক্ষার্থী ঈশান মন্ডল, ইশিতা এনাম ঋতু, তাসমিয়া ইসলাম চাঁদনী, ওশিন, জান্নাতুল ফেরদৌস, ফারিহা, আয়রিন সুলতানা পলি, জান্নাতুল ফেরদৌস তিশা ও অমৃতা সাহা নিশা।

অনুরূপভাবে সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মো. আব্দুল গফফারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষক অখিল কুমার সরকার, শিক্ষক দীলিপ দাশ, ইসমাইল হোসেন, ইমরুল ইসলাম, প্রদীপ শীল, রহমত আলী, মোঃ আব্দুল মমিন, মোঃ রবিউল ইসলাম খান, অনিমেষ হরি, শিক্ষার্থী আসির ফয়সাল ও শোয়েব আক্তার সাগর। অনুষ্ঠান শেষে দুই স্কুলের প্রায় দুই শতাধিক বিদায়ী শিক্ষার্থীদের মাঝে প্রবেশ পত্র ও পরীক্ষা উপকরণ প্রদান করা হয়।

এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত