শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ‘বেগম জিয়াকে সাজা দেওয়া হলে দেশ অচল করে দেওয়া হবে’
গাজীপুরে ভিপি জয়নাল আবেদিন ফারুক

‘বেগম জিয়াকে সাজা দেওয়া হলে দেশ অচল করে দেওয়া হবে’

‘বেগম জিয়াকে সাজা দেওয়া হলে দেশ অচল করে দেওয়া হবে’

গাজীপুর, ২৮ জানুয়ারী, এবিনিউজ : গাজীপুর জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের যৌথ কর্মিসভা শেষে সমবেত কর্মীদের উপর লাঠিচার্জ ও ধাওয়া করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। এসময় পুলিশ কর্মী সভা থেকে ১৫ জন কর্মীকে আটক করেছে। এঘটনায় জেলা বিএনপির সাধারন সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলসহ কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আজ রবিবার দুপুরে জেলা শহরের দক্ষিণ ছায়াবীথি এলাকার ট্রাস্ট কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।

বিএনপি নেতারা ও স্থানীয়রা জানান, জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে বেলা ১১টার দিকে ট্রাস্ট কমিউনিটি সেন্টারে গাজীপুর জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের যৌথ কর্মিসভা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক চিফ হুইপ ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক। সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, বিএনপি নেতা ও গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মো. হান্নান মিয়া হান্নু প্রমুখ।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক হুইপ জয়নাল আবেদিন ফারুক তাঁর বক্তব্যে বলেন, ৮ তারিখে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু আপনারা জেনে রাখুন, বেগম খালেদা জিয়ার সাজা বাংলাদেশের মাটিতে হবে না। বেগম জিয়াকে সাজা দেওয়ার জন্য লোহার কলম লাগবে। তাঁর বিরুদ্ধে কোন ষরযন্ত্র মূলক রায় দেওয়া হলে দেশ অচল করে দেওয়া হবে। এসময় তিনি ৮ তারিখে কেন্দ্রের যেকোন নির্দেশ পালনের জন্য প্রস্তুত থাকতে নেতা কর্মীদের নির্দেশ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনুমোদন ছাড়াই কর্মীসভা করে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘœ ঘটানোর চেষ্টা করছিল তারা।

এবিএন/আলমগীর হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত