![বোদায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/28/abnews-24.bb_123068.jpg)
বোদা (পঞ্চগড়), ২৮ জানুয়ারী, এবিনিউজ : পঞ্চগড়ের বোদায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। আজ রবিবার কুষ্ঠ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থা এবং উপজেলা স্বাস্থ্য কমপেক্স এর আয়োজনে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় মাড়েয়া মডেল স্কুল এন্ড কলেজ মাঠে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্ঠ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি বিশাদু চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সপেন চন্দ্র বর্মন, উপজেলা স্বাস্থ্য কমপেক্স এর টিবি সুপারভাইজার স্টেফান কিসকু, আরএ মরিয়ন আক্তার বিউটি, টিসিএস শারমিন নাহার লাকী টিএলসিএ চিত্ত রায় প্রমুখ।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা