রামপাল (বাগেরহাট), ২৮ জানুয়ারি, এবিনিউজ : গ্রামীণ জনপদের মানুষের কাছে তথ্য প্রযুক্তি সহজে পৌছে দেয়ার প্রতিশ্রিুতি নিয়ে এবং গ্রামের লোকজ জ্ঞানের সাথে আধুনিক জ্ঞানের এক মেল বন্ধনের মাধ্যমে গ্রামীন জনপদের উন্নয়নের লক্ষ নিয়ে আমাদের গ্রাম নামক বেসরকারী উন্নয়ন সংস্থার উদ্যোগে গতকাল শনিবার পালিত হল ১০ম জ্ঞান মেলা।
শনিবার সকাল ১০টায় রামপাল-মোংলা থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আঃ খালেক এম.পি. প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার, জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক অধ্যাপক মাহামুদুল হক, আমাদের গ্রামের পরিচালক রেজা সেলিম, বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিন বিভাগের শিক্ষক মোসাঃ আফরোজা খানম, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারন সম্পাদক মুনির হাসান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ।
এ অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার শেখ আঃ জলিল, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্যা আঃ রউফ, উপজেলা নির্বাহী অফিসার তুষার কুমার পাল, আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল থানার ওসি মোঃ লুৎফর রহমান, সাংবাদিক পল্লব মোহাইমেন, দৈনিক বাংলাদেশের খবরের ব্যুরো চীপ এ.কে. হিরু, রামপাল প্রেস ক্লাবের সভাপতি হাওলাদার আঃ হাদি, সাধারন সম্পদক মোঃ সাইফুল আলম বকতিয়ার, সাংবাদিক মোঃ মোস্তফা কামাল পলাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারন সম্পাকদ শেখ সাদি, মোঃ দেলোয়ার হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বৃন্দ ও এলাকার সুধী জন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৪ সাল থেকে আমাদের গ্রাম নামে একটি উন্নয়ন সংস্থা উপজেলার শ্রীফলতলা গ্রামে আয়োজন করে থাকে এ জ্ঞান মেলা। এ জ্ঞান মেলার ফলে এ এলাকায় অনেক দেশ বরেন্য ব্যাক্তিদের আগমন ঘটেছে। তাদের মধ্যে রয়েছেন বিটিআরসি এর সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, বিজ্ঞান ও তথ্য মন্ত্রনালয়ের সাবেক সচিব কারার মাহামুদুল হসান, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের সাবেক রাষ্ট্রদূত ড. ডোরা র্যাপল্ড, এভারেষ্ট জয়ী মুসা ইব্রাহিমসহ বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন ব্যাক্তি বর্গ এ মেলায় অংশ নিয়েছেন। দিন ব্যাপী মেলা শনিবার সকাল থেকে শরু হয়ে গতকাল রাতে শেষ হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আরজুল ইসলাম।
এবিএন/মোঃ সাইফুল আলম/জসিম/রাজ্জাক