![শ্রীমঙ্গলে গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/28/2018-01-28-19-18-16-143_123105.jpg)
শ্রীমঙ্গল, ২৮ জানুয়ারি, এবিনিউজ : মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা ঘোষিত 'রুপকল্প ২০২১' বাস্তবায়নের অংশ হিসেবে ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে গতকাল শনিবার বিকেলে শ্রীমঙ্গলের তিনটি গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন হয়েছে।
সাবেক চিফ হুইপ ও স্হানিয় সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. অাব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে অানুস্টানিক সুইচ টিপে গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন।
মৌলভীবাজার পল্লীবিদ্যুত সমিতির এজিএম ( এমএস) শ্যামল ঘোষ জানান, শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মনারগাও, পুর্ব মাজদিহি ও রাজাপুর গ্রামে ২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ১৩.২২ কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মান করে ৫৮১ টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
এ উপলক্ষে অায়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল পৌর অাওয়ামী লীগের সাধারন সম্পাদক অর্ধেন্দু কুমার দেব বেভুল, মৌলভীবাজার পল্লীবিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার শিবু লাল বসু, সহকারি জেনারেল ম্যানেজার শ্যামল ঘোষ ও কালাপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজুল প্রমুখ।
এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/রাজ্জাক