শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

চকরিয়ায় ৩ দিন ধরে কিশোর কর্মচারী নিখোঁজ

চকরিয়ায় ৩ দিন ধরে কিশোর কর্মচারী নিখোঁজ

চকরিয়া, ২৮ জানুয়ারি, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়া পৌরশহরের একটি দোকানের কিশোর কর্মচারী তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। তাকে খোঁজ করেও না পেয়ে নাওয়া খাওয়া ভুলে আহাজারী করছে মা-বাবা। আশংকা করা হচ্ছে কিশোর কর্মচারী অপহরণের শিকার হয়েছে। এ ব্যাপারে গতকাল রবিবার চকরিয়া থানায় জিড়ি করা হয়েছে। নিখোঁজ কর্মচারী মো.রাশেদ প্রকাশ বাবু (১৫)। সে উপজেলার উত্তর লক্ষ্যারচরের মোহাম্মদ আলী প্রকাশ মোহাম্মদের ছেলে।

নিেেখাঁজ কিশোরের বাবা মোহাম্মদ আজ রবিবার চকরিয়া থানায় দায়ের করা জিড়িতে দাবী করেছেন আমার ছেলে বাবু তার মামার মেসার্স শুক্কুর স্টোর নামক ব্যবসা প্রতিষ্টানে দুই বছর ধরে চাকরী করে আসছিল। গত ২৫ জানুয়ারি বেলা ২টা দিকে মামার বাড়িতে ভাও খাওয়ার জন্য বের হয়ে ণিখোঁজ হয় বাবু। এর পর আত্মিয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাইনি।

বাবা মোহাম্মদ বলেন, আমার ছেলে বাবু কোন অপহরণকারী চক্রের খপ্পরে পড়ে নিখোঁজ হয়ে থাকতে পারে।

থানা পুলিশ জিড়ি দায়েরের সত্যতা নিশ্চিত করে ওসি বলেন এ ব্যাপারে বিভিন্ন থানায় তারবার্তা পাঠানো হয়েছে।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত