শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কালিহাতীতে লেগুনা চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ট্রেন দূর্ঘটনা

কালিহাতীতে লেগুনা চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ট্রেন দূর্ঘটনা

কালিহাতীতে লেগুনা চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ট্রেন দূর্ঘটনা

টাঙ্গাইল, ২৮ জানুয়ারি, এবিনিউজ : বঙ্গবন্ধু সেতুপুর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলায় আজ রবিবার সকালে ৬নং ব্রিজের সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপর চলে যায়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস উত্তরবঙ্গ যাচ্ছিল। বিষয়টি দেখতে পেয়ে লেগুনা চালক কামাল হোসেন লাল গামছা উড়িয়ে ট্রেনের চালকের দৃষ্টি আর্কষণ করে। এতে ট্রেন থেমে গেলে সাথে ট্রাকের সংঘর্ষ থেকে রক্ষা পায়। এতে বেঁচে যায় হাজারও যাত্রীর প্রাণ।

লেগুনা চালক কামাল হোসেন কালিহাতী উপজেলার দেউপর গ্রামের আব্দুল মন্ডলের ছেলে। এরপর সেতু এলাকায় কমর্রত পেট্রোলম্যান খন্দকার মাসুদসহ কয়েকজন ঘটনাস্থলে এসে তাদের কন্ট্রোল রুমে খবর দিয়ে ট্রাকটি উদ্ধার করেন।

লেগুনা চালক কামাল হোসেন জানান, আমি লেগুনা নিয়ে এলেঙ্গার দিকে যাচ্ছিলাম। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেন লাইনের উপর পড়ে থাকতে দেখি। ট্রেনও খুবদ্রুত বঙ্গবন্ধু সেতুপূর্ব দিকে যাচ্ছিল। লেগুনায় থাকা লাল গামছা উড়িয়ে সংকেত দিলে ট্রেনটি থেমে যায়। এসময় আরো কয়েকজন লোক ছিল।

কামাল হোসেনের বুদ্ধিমত্তায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষ এড়ানোর জন্যে উপস্থিত সবাই তাকে সাধুবাদ জানান। বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ আছাবুর রহমান কামাল হোসেনের বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। ট্রাকটি উদ্ধার করে জিআরপিতে নেয়াা হয়েছে।

এবিএন/তারেক আহমেদ/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত