শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • স্মরণিকায় মহামান্য রাষ্ট্রপতির ছবিতে ভুল ক্যাপশন

স্মরণিকায় মহামান্য রাষ্ট্রপতির ছবিতে ভুল ক্যাপশন

স্মরণিকায় মহামান্য রাষ্ট্রপতির ছবিতে ভুল ক্যাপশন

লালমনিরহাট, ২৯ জানুয়ারি, এবিনিউজ : লালমনিরহাটের আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৭৫ বছর পুর্তির স্মরণিকায় মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর ছবিতে ভুল ক্যাপশন প্রকাশিত হওয়ায় এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্মরণিকা ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ৭৫ বছর পুর্তি অনুষ্ঠানের আয়োজন করেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। ৭৫ বছর পুর্তিকে স্মরণিয় করে রাখতে ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বর্তমান দিনাজপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক শাহজাহান সাজু'র সম্পদনায় ৮৯ পৃষ্ঠার একটি স্মরণিকা গত ২০ জানুয়ারি প্রকাশ করা হয়। এ স্মরণিকার প্রথম পাতায় মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে ক্রেস্ট নেয়ার একটি ছবি স্থান পায়। সেই ছবির ক্যাপশনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ২০১৬ গ্রহন করছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাহসিনা মুহতাদি। কিন্তু ছবিটি বাস্তবে স্কাউট অ্যাওয়াডের না হওয়ায় এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অনেকর দাবি, এটি স্কাউটের কোন অনুষ্ঠান হলে অ্যাওয়ার্ড গ্রহনকারী শিক্ষার্থী ও অতিথিরা স্কাউটের পোশাক পরিধান করতেন। এমন অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি নিজেও স্কাউটের টাই পরিধান করে থাকেন। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিজেদের নাম জাহির করতে অন্য কোন ছবি নিজেদের কৃতিত্ব বলে চালিয়ে দিচ্ছেন। যা মিথ্যাচারের সামিল। এতে শুধু প্রতিষ্ঠানকে নয়, মহামান্য রাষ্ট্রপতিকেও প্রশ্নবিদ্ধ করেছেন বলে দাবি অনেকর। এটি দ্রুত প্রত্যাহার করে সংশোধনের দাবি উঠেছে। এমন প্রশ্নবিদ্ধ এ স্মরণিকায় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, জেলা প্রশাসক শফিউল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রোভার স্কাউটের কমিশনার রেজাউল আলম সরকারসহ অনেকের বানীও স্থান পেয়েছে। শিক্ষার্থীসহ সর্বস্থরের মানুষের হাতে চলে গেছে স্মরণিকাটি। স্মরণিকাটি হাতে হাতে পৌছলে এ ভুলটি নিয়ে সমালোচনার ঝড় উঠে।

নাম প্রকাশের অনিচ্ছুক একজন প্রধান শিক্ষক দাবি করেছেন, ওই স্মরণিকায় প্রকাশিত ছবিটি স্কাউটের হতে পারে না। এটি অন্য কোন অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি কোন শিক্ষার্থীর হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন। মহামান্য রাষ্ট্রপতির ছবিতে মিথ্যা ক্যাপশন ব্যবহার করে নিজেদের নাম জাহির করা ঠিক হয় নি। তিনি স্মরণিকাটি প্রত্যাহার করে সংশোধন করার দাবি জানান।

এ বিদ্যালয়ের সদ্য অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক আশরাফুল আলম রাজু জানান, ছবিতে যে শিক্ষার্থীকে মহামান্য রাষ্ট্রপতির হাতে সনদ নিতে দেখা যাচ্ছে। সেই শিক্ষার্থী এ বিদ্যালয়ের স্কাউটের নয়। তাছাড়া তাকে স্কাউটের পোশাকেও দেখা যাচ্ছে না। তিনিও এটা সংশোধনের দাবি জানান।

স্মরণিকার সম্পাদক শাহজাহান সাজু জানান, প্রতিষ্ঠানের শিক্ষকরা এ ছবিটা দিয়েছেন। তাই তিনি প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে কথা বলা হচ্ছে।

আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শওকত আরা সিদ্দিকা বলেন, বিষয়টি জানা নেই খোজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রোভার স্কাউটের কমিশনার রেজাউল আলম সরকার জানান, এ বিষয়টি আমাদের নজরেও পড়েছে। খতিয়ে দেখা হচ্ছে। তবে স্কাউটের এমন অনুষ্ঠানে শিক্ষার্থীসহ সকলে স্কাউটের পোশাক পরিধান করত এবং ছবিটিতে কিছুটা ভুল হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এবিএন/ আসাদুজ্জামান সাজু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত