![কটিয়াদীতে বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/29/singing_abnews_123151.jpg)
কটিয়াদী (কিশোরগঞ্জ), ২৯ জানুয়ারি, এবিনিউজ : কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে কটিয়াদী সরকারি কলেজ মাঠ প্রঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কটিয়াদী শাখা নজরুল একাডেমি সভাপতি এম এ আমিনের সভাপতিত্বে নজরুল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, সাবেক জেলা জজ হিসেবে এনামুল হক ভূইয়া, ভারতের অগ্নিবীনা সংস্থার পরিচালক রবীন্দ্রনাথ মুখার্জী, পৌর মেয়র শওকত উসমান, কেন্দ্রীয় সাধারন সম্পাদক মিন্টু রহমান, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সবিতা রানী দেবী প্রমূখ।
এবিএন/রাজীব সরকার পলাশ/জসিম/এমসি