![মতলবে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/29/chadpur_abnews24 copy_123157.jpg)
চাঁদপুর, ২৯ জানুয়ারি, এবিনিউজ : জাতীয় অন্ধকল্যাণ সমিতি চক্ষু হাসপাতাল কুমিল্লার সহযোগীতায় ও রংধনু সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকাল ১০টায় মতলব হাইস্কুলের ওয়ালিউল্লাহ পাটওয়ারী মিলনায়তনে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করেন- মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস।
এ সময় উপস্থিত ছিলেন- চক্ষু হাসপাতালের কোঅর্ডিনেটর ডা. সফিকুল ইসলাম, রিপোর্টাস ইউনিটির সভাপতি গোলাম হায়দার মোল্লাসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। চক্ষু চিকিৎসা শিবিরে ২ শতাধিক রোগীদেরকে চিকিৎসা প্রদান করা হয়।
পরে রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/এমসি