![ফরিদপুর পুলিশ লাইন্স হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/29/police_abnews_123158.jpg)
ফরিদপুর, ২৯ জানুয়ারি, এবিনিউজ : ফরিদপুর পুলিশ লাইন্স হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ সোমবার সকালে পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোস্তফা কামাল।
এ সময় উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার (সদর) মো. আনিসুর জামান, স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম শেখ। প্রতিযোগিতায় স্কুলের ছাত্র-ছাত্রীরা ২০টি ইভেন্টে অংশ গ্রহণ করেন। পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের ছাত্রীরা দলীয় নৃত্য পরিবেশন করে।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি