বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

চকরিয়ায় অগ্নিকান্ডে তিন দোকান ভস্মিভূত

চকরিয়ায় অগ্নিকান্ডে তিন দোকান ভস্মিভূত

চকরিয়া (কক্সবাজার), ২৯ জানুয়ারি, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ খোদারকুম এলাকায় এ ঘটনা ঘটে।

চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জিএম মহিউদ্দিন বলেন, সকালে টমটমের গ্যারেজে কাজ করছিল শ্রমিকরা। এ সময় হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট হলে মুহুর্ত্বের মধ্যে দোকানে আগুন লেগে যায়। এ সময় টমটমের পাশে বেডিং হাউজ দোকানেও আগুন লাগে। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।

অগ্নিকান্ডের ঘটনায় বেলাল উদ্দিনের টমটম গ্যারেজ ও আলতাফ হোসেনের বেডিং হাউজ পুড়ে অন্তত দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে, অগ্নিকান্ডের পরপরই ঘটনাস্থলে ছুটে যান চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাফর আলম কালু। এ সময় ক্ষতিগ্রস্তদের পৌরসভার পক্ষ থেকে আর্র্থিক সাহায্য দেয়ার আশ্বাস দেন পৌর মেয়র।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত