![পেকুয়ায় অকটেনের ড্রাম বিস্ফোরণে নিহত ১, আহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/29/fire_abnews_123161.jpg)
চকরিয়া (কক্সবাজার), ২৯ জানুয়ারি, এবিনিউজ : কক্সবাজারের পেকুয়ায় অকটেনের ড্রাম বিস্ফোরণে মো.হারুনুর রশিদ (৩০) নামের এক কর্মচারী নিহত হয়েছেন। এ সময় আর এক কর্মচারী আজিজুর রহমান (১৩) আহত হন।
আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারের আশেক ওয়ার্কসপে এ ঘটনা ঘটে।
নিহত মো.হারুনুর রশিদ পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজীবন পাড়ার কালা মিয়ার ছেলে এবং আহত আজিজুর রহমান একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, পেকুয়া বাজারের আশেক ওয়ার্কসপে সকাল সাড়ে ১১টার দিকে গ্র্যান্ডার মেশিন দিয়ে অকটেনের একটি খালি ড্রাম খুলছিলেন কর্মচারী হারুন ও আজিজ।
এ সময় হঠাৎ করে বিকট শব্দে ড্রামটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে মারা যায় হারুন এবং গুরুতর আহত হয় আজিজ। বিস্ফোরণের শব্দ শুনে ওই দোকানে ছুটে যান স্থানীয় ব্যবসায়ীরা। পরে আহত আজিজকে উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মঞ্জুরুল কাদের মজুমদার বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে বিস্ফোরণ হয়েছে তদন্ত করা হচ্ছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি