শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

পাকুন্দিয়ায় বাস চাপায় গুরুতর আহত ২

পাকুন্দিয়ায় বাস চাপায় গুরুতর আহত ২

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) , ২৯ জানুয়ারি, এবিনিউজ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়েছে ২ জন। উপজেলার কিশোরগঞ্জ টু ঢাকা সড়কে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ১জনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ও অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাকুন্দিয়া উপজেলা কার্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী সুফিয়া খাতুন (৪৫) থানার সামনে অনন্যা পরিবহনে ঢাকা মেট্টো-ব-১১-৪০-১১ সাথে দুর্ঘটনার স্বীকার হন। ঘটনাস্থল থেকে ঘাতক বাসকে আটক করা গেলেও কৌশলে পালিয়ে যায় চালক। এ সময় উত্তেজিত হয়ে সাধারন জনগন অন্য একটি বাস ভাংচুর করে। অন্যদিকে কোদালিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে তুষার (৬) কোদালিয়া জামে মসজিদের সামনে অনন্যা ক্লাসিকের সাথে দুর্ঘটনার স্বীকার হয়। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাতক বাসটি আটক করার কথা জানান।

এবিএন/শরীফ আহম্মেদ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত