![পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/29/abnews-24.b_123181.jpg)
পাঁচবিবি (জয়পুরহাট), ২৯ জানুয়ারি, এবিনিউজ : আজ সোমবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাঁশড়া গ্রামের রফিকুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি বিদ্যুায়িত হয়ে মারা গেছে। স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান প্রধান বাবু জানান আজ সকালে সকাল ১০ টার দিকে রফিকুল ইসলাম এলাকার বাস্তবপুরী নামক জায়গায় পানি তোলার মটরে বৈদ্যুতিক লাইন সংযোগ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হন। তাৎক্ষনিক তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এবিএন/সজল কুমার দাস/জসিম/তোহা