বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মাহাবুব মোর্শেদ সম্মাননা স্মারক পেয়েছেন দুর্গাপুরের মতিউর

মাহাবুব মোর্শেদ সম্মাননা স্মারক পেয়েছেন দুর্গাপুরের মতিউর

মাহাবুব মোর্শেদ সম্মাননা স্মারক পেয়েছেন দুর্গাপুরের মতিউর

দুর্গাপুর (নেত্রকোনা), ২৯ জানুয়ারি, এবিনিউজ : বাংলাদেশ ইউনাইটেড টেলিফিল্ম ও বাংলাদেশ অনলাইন পত্রিকা বঙ্গকণ্ঠ’র যৌথ উদ্যোগে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদ এর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সমাজ উন্নয়নে ভূমিকা রেখেছেন এমন ১০গুনীজনকে সম্মাননা প্রদানে দুর্গাপুরের কৃতি সন্তান মতিউর রহমানকেও সম্মাননা প্রদান করা হয়। ঢাকায় বিএফডিসি’র ফজলুল হক স্মৃতি অডিটরিয়ামে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক পরিচালক ড. এস.এম ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর মাননীয় বিচারপতি মো. আব্দুস সালাম মামুন।

বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদ এর কর্মময় জীবন নিয়ে অন্যদের মধ্যে আলোচনা করেন বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদ এর সন্তান সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গোব মোর্শেদ, বীরমুক্তিযোদ্ধা এস.এন.এম জহিল ইরুসলাম খান, দেশনিউজ২৪ডট নেট এর প্রকাশক ও সম্পাদক মুহাম্মদ মফিজুর রহমান লিটন, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মুক্তিযোদ্ধা নাদের খান প্রমুখ। আলোচনা ও গুনীজন সংবর্ধনা শেষে বঙ্গকণ্ঠ নামে একটি অনলাইন নিউজ পোর্টাল এর উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি বলেন, আমরা বাংলাদেশের নাগরিক, দেশ তথা সমাজ বির্নিমাণে আমাদেরই এগিয়ে আসতে হবে। সোনার বাংলা বাস্তবায়নের রুপ দিতে সমাজ ব্যবস্থায় এখনো অনেক অসমাপ্ত কাজ রয়েছে, যেগুলো সম্পাদনে সরকারের পাশাপাশি দেশের সামর্থবান ব্যক্তিদেরই এগিয়ে আসতে হবে।

এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত