![কাউখালীতে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/29/abnews-24.bbbbb_123186.jpg)
কাউখালী (পিরোজপুর), ২৯ জানুয়ারি, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে এস.বি. সরকারি বালিকা বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আনন্দঘন পরিবেশে এ বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এস.এস.সি বিদায়ী ছাত্রী ১০৩ জন ও বিভিন্ন শ্রেণীতে ১০৬ জন নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে বরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হালিম, সহকারী শিক্ষক তানভীর আহম্মেদ, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমূখ। শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা