![আগৈলঝাড়ায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/29/abnews-24.bbbbbb_123187.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ২৯ জানুয়ারি, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পর্যায়ে অনুর্ধ ১৬ শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আজ সোমবার স¤পন্ন হয়েছে। উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া অফিস আয়োজিত উপজেলা পর্যায়ে অনুর্ধ ১৬ ছাত্র-ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।
জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, বিদ্যালয় প্রধান শিক্ষক হারুন অর রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার হারুন রানা প্রমুখ। প্রতিযোগিতায় মোট ১৬টি ইভেন্টে দেড় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। পরে অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/তোহা