![আগৈলঝাড়ায় পৃথক হামলার ঘটনায় আহত ৬](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/29/barisal_abnews24 copy_123188.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ২৯ জানুয়ারি, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলয় স্কুল ছাত্রসহ ৬ জন আহত হয়েছে। আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহতসূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে উপজেলার জয়রামপট্টি গ্রামে পুকুরে মাছ চুরি সন্দেহে সোবহান দাড়িয়া তার প্রতিবেশী আজুফা বেগম ও তার ছেলে নবম শ্রেণীর ছাত্র রাশেদুজ্জামানকে মারধর করে আহত করে।
অন্যদিকে আমবৌলা গ্রামে ইরিব্লকে পানি দেয়াকে কেন্দ্র করে মন্নান গাজীর নেতৃত্বে হামলা চালিয়ে প্রতিপক্ষ শহিদুল মোল্লা ও হাফিজুর মোল্লাসহ ৪ জনকে মারধর করে আহত করে। আহতদের মধ্যে ৪ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/তোহা