টাঙ্গাইল, ২৯ জানুয়ারি, এবিনিউজ : টাঙ্গাইলে কালিহাতীতে (১০) বছরের শিশু ধর্ষক খলিলুর রহমানকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেল ৪টায় এলেঙ্গা পৌরসভা কার্যলয় থেকে তাকে আটক করা হয়।
আটককৃত খলিলুর রহমান ঘাটাইলের হামিদপুর গ্রামের মৃত আব্দুল জলিল তালুকদারের ছেলে।
ধর্ষিতার শিশুটির পিতা দুলাল হোসেন জানান, কালিহাতী উপজেলা পৌর এলাকা বেতডোবা খলিলুর রহমানের ভাড়া বাসায় আমার মেয়ে (১০) কাজ করতো। গত মঙ্গলবার বাড়ি থেকে আমার মেয়েকে নিয়ে আসে। গত শুক্রবার খলিলুর রহমান মেয়েকে ধর্ষণ করে অসুস্থ্য অবস্থায় বাড়িতে পাঠিয়ে দেয়।
পরে কালিহাতী সদর হাসপাতালে আমি মেয়েকে ভর্তি করি। আমি গরীব মানুষ বলে টাকার অভাবে থানা যেতে পারেনি ধর্ষক খলিল আমাকে হুমকি দিয়ে আসছিল। সোমবার পুলিশের নিকট অভিযোগ করলে তাৎক্ষনিক পুলিশ ধর্ষক খলিলুর রহমানকে আটক করে।
এ বিষয়ে কালিহাতী থানা ওসি মীর মোশারফ হোসেন বলেন, ধর্ষিতা শিশুটিকে কালিহাতী হাসপাতালকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
এবিএন/তারেক আহমেদ/জসিম/এমসি