![বাগমারায় স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং এর শীতবস্ত্র বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/29/police_123206.jpg)
বাগমারা (রাজশাহী), ২৯ জানুয়ারি, এবিনিউজ : রাজশাহীর বাগমারা উপজেলা স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগমারা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রোববার বিকেলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী (পিপিএম), বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম, কমিউনিটি পুলিশং ফোরামের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতাউর রহমান শিবলীর, স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং এর সদস্য রিমনী আক্তার প্রিয়া, আবু ইউসুফ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশং ফোরামের সভাপতি আবু তালেব প্রামানিক, জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের সহ- সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল- মামুন, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, চেয়ারম্যান আজাহারুল হক, আসলাম আলী আসকান, আব্দুল হামিদ ফৌজদার, বিজন সরকার, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান প্রমুখ।
এবিএন/জিল্লুর রহমান/জসিম/নির্ঝর