সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩১
logo

হোসেনপুরে তিন ফার্মেসীকে জরিমানা

হোসেনপুরে তিন ফার্মেসীকে জরিমানা

হোসেনপুর (কিশোরগঞ্জ), ২৯ জানুয়ারি, এবিনিউজ : হোসেনপুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ানস স্যাম্পল ওষুধ সংরক্ষণের দায়ে তিন ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন এ জরিমানা করেন।

জরিমানাকৃত ৩টি প্রতিষ্ঠান হলো-একতা ফার্মেসী, আজহার মেডিক্যাল ও ফাতেমা মেডিক্যাল।

সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন জানান, নিয়মিত বাজার মনিটরিং কাজে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার একতা ফার্মেসী, আজহার মেডিক্যাল ও ফাতেমা মেডিক্যালের কাছ থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ানস স্যাম্পল ওষুধ পাওয়া যায়।

পরে ৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এবিএন/খায়রুল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত