সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • উবাচ
  • ‘রায় কী হতে চলেছে তারা সব জানেন’

‘রায় কী হতে চলেছে তারা সব জানেন’

‘রায় কী হতে চলেছে তারা সব জানেন’

ঢাকা, ২৯ জানুয়ারি, এবিনিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, নৌমন্ত্রী শাহজাহান খান বলেছেন খালেদা জিয়ার সাজা নিশ্চিত এবং প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও গতকাল বলেছেন জেলে গিয়েই খালেদা জিয়াকে আপিল করতে হবে। এর আগে ওবায়দুল কাদেরসহ সরকারের শীর্ষ নেতারা বলেছেন, খালেদা জিয়াকে একদিনের জন্য হলেও জেলে যেতে হবে। তাদের এসব বক্তব্যে স্পষ্ট প্রমাণিত, আদালতের রায় কী হতে চলেছে তারা সব জানেন।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে সোমবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দখল ও হরণের নীতি বাস্তবায়ন করতে মাইনাস ওয়ান ফর্মুলার নীল নকশা এঁকেছেন বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত