বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন আজ

ঢাকা, ৩০ জানুয়ারি, এবিনিউজ : আজ মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

এ ছাড়া মাজার জিয়ারত, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে দলীয় জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

আজ দুপুরে হজরত গাজী সৈয়দ বোরহান উদ্দিন (রহ.) মাজারে পৌঁছার কথা রয়েছে শেখ হাসিনার। তিনি সেখানে প্রায় ৮ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে মাজারের উন্নয়ন, নারীদের জন্য এবাদতখানা নির্মাণ, মাজারের সৌন্দর্যবর্ধন, সংযোগ সড়কসহ যাতায়াতের প্রধান রাস্তার দুই কিলোমিটার প্রশস্তকরণ ও উন্নয়নকাজের উদ্বোধন করবেন।

আজ প্রধানমন্ত্রী সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার পাশাপাশি একই সঙ্গে সুইচ টিপে যে প্রকল্পগুলো উদ্বোধন করবেন সেগুলো হচ্ছে—সিলেট সিটি করপোরেশনের ১২তলা ভিত্তির ওপর পাঁচতলা নগর ভবন উদ্বোধন, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয়তলাবিশিষ্ট চারতলা নতুন একাডেমিক কাম প্রশাসনিক ভবন, সিলেটের দক্ষিণ সুরমার ফিরোজপুরে সার পরীক্ষাগার ও গবেষণাগার ভবন, বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা অফিস ভবন, সিলেট বিভাগীয় ও জেলা এনএসআই কার্যালয় ভবন, সিলেট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সিলেট সিটি করপোরেশনের মধ্য দিয়ে প্রবাহিত বাবুছড়ার আরসিসি ইউ-টাইপ ড্রেন নির্মাণ, জালালাবাদ রাস্তা সম্প্রসারণ ও এসফল্ট দ্বারা উন্নয়নকাজ, সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক উন্নয়ন, মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ও রশিদপুর-বিশ্বনাথ-লামাকাজি সড়কে ওভারলে কাজ, দরবস্ত-কানাইঘাট-শাহবাগ সড়ক মজবুতীকরণ ওভারলে কাজ, ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং জাতীয় মহাসড়কের সিলেট-শেরপুর অংশের মজবুতীকরণ ওভারলে কাজ এবং শেরপুর টোল প্লাজা অংশে রিজিট প্যাভমেন্ট নির্মাণকাজ, জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ, সিলেট সিটি করপোরেশনের অন্তর্গত কানাইঘাট সড়ক ও কুইটুকে তিনতলাবিশিষ্ট প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার ভবন।

এ সময় প্রধানমন্ত্রী সিলেটের বেশ কিছু উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে—হজরত শাহজালাল (রহ.) মাজারের মহিলা এবাদতখানা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল নির্মাণ, গোয়াইনঘাট উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে এক হাজার অসনবিশিষ্ট ছাত্রাবাস, ছাত্রীনিবাস ও নার্সিং হোস্টেল নির্মাণ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল ভবনের চারতলা থেকে ১০তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ,

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (মঙ্গলবার) এক সরকারি সফরে সিলেট যাচ্ছেন। সকাল ১০টা ৪০ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ৬০ জন। এর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধামন্ত্রীর মুখ্যসচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা রয়েছেন।

সিটি কর্পোরেশন ও এ বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী তার নির্বাচনী সফর আধ্যাতিক রাজধানী সিলেটের হজরত শাহজালাল ও হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু করবেন।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে দরগাহ এলাকায় যাবেন। এখান বেলা সাড়ে ১১টায় মাজার জিয়ারতের উদ্দেশ্যে সড়কপথে শাহপরান মাজারে যাবেন। পরে দুপুর ১২টায় সিলেটের প্রথম মুসলিম গাজী বুরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করতে নগরের কুশিঘাটের উদ্দেশ্যে রওনা করবেন তিনি।

পরে বেলা পৌনে ১টা থেকে আড়াইটা পর্যন্ত সিলেট সার্কিট হাউসে জোহরের নামাজ ও মধ্যাহ্নবিরতির জন্য অবস্থান করবেন। এরপর বেলা ২টা ৪০ মিনিটে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

পরে মাদরাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। জনসভা শেষে বিকেল সোয়া ৫টায় বিমানযোগে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস এম খুরশিদ উল আলম স্বাক্ষরিত এবং সিলেটের জেলা প্রশাসক প্রেরিত এক সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০১৬ সালের ২১ জানুয়ারি সিলেটে জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, একই বছরের ২৩ নভেম্বর তিনি সিলেটে সেনাবাহিনীর ১৭-পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ওইদিন জনসভায় বক্তব্য দেয়ার কথা থাকলেও জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার কারণে তা স্থগিত করা হয়েছিল। সেই হিসাবে প্রায় দুই বছর পর প্রধানমন্ত্রী সিলেটে জনসভায় যোগ দিচ্ছেন।

খবর বাসস।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত