টাঙ্গাইল, ৩০ জানুয়ারি, এবিনিউজ : টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ২ জন নিখোঁজ রয়েছেন।
আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গোলাবাড়ীর এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহত ও নিখোঁজদের নাম জানা যায়নি।
মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, সকালে ধনবাড়ী থেকে বিনিময় পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার পথে গোলাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বংশাই নদীতে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসকর্মীরা বাসের ভেতর থেকে আহত অবস্থায় ৩০ জনকে উদ্ধার করে। দুই যাত্রী নিখোঁজ রয়েছেন।
এবিএন/সাদিক/জসিম/এসএ