![পাইকগাছায় অগ্নিকান্ডে ইলেকট্রিশিয়ানের বসতঘর পুড়ে ভূষ্মীভূত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/30/fire-@abnews_123285.jpg)
পাইকগাছা (খুলনা) , ৩০ জানুয়ারি, এবিনিউজ : খুলনার পাইকগাছায় ভয়াবহ অগ্নিকান্ডে এক ইলেকট্রিশিয়ানের বসতঘর পুড়ে ভূষ্মীভূত হয়েছে। আগুনে পাশের কয়েকটি পরিবারের বসতঘরের আংশিক সহ বিদ্যুতের তার পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানাগেছে, গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে বিদ্যুৎ সংযোগ থেকে পৌর সদরের ৫নং ওয়ার্ডের সরল গ্রামের বাসিন্দা ইলেকট্রিশিয়ান সুকুমার বাইনের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন মুহূর্তের মধ্যে সুকুমার বাইনের বসতঘর পুড়ে প্রতিবেশীদের বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় শত শত স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুন নিয়ন্ত্রণ করার আগেই সুকুমার বাইনের বসতঘর ও অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে ছায় হয়ে যায়। এছাড়া প্রতিবেশী কয়েকজনের বসতঘরের আংশিক এবং সংশ্লিষ্ট বিদ্যুতের খুঁটি থেকে সংযোগ নেওয়া সবকটি সংযোগের বিদ্যুতের তার পুড়ে ব্যাপক ক্ষতিসাধন হয়।
এবিএন/ তৃপ্তি রঞ্জন সেন/জসিম/নির্ঝর