বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পটুয়াখালীতে সাবরেজিষ্ট্রি নকলনবিস'দের মানবেতর জীবনযাপন

পটুয়াখালীতে সাবরেজিষ্ট্রি নকলনবিস'দের মানবেতর জীবনযাপন

পটুয়াখালীতে সাবরেজিষ্ট্রি নকলনবিস'দের মানবেতর জীবনযাপন

পটুয়াখালী, ৩০ জানুয়ারি, এবিনিউজ : দীর্ঘ মাস বিনাবেতনে মানবেতর জীবনযাপন করছে বাংলাদেশের সাবরেজিষ্ট্রি ভুমি অফিসের পটুয়াখালী সহ গলাচিপা দলিল লেখকের সহকারী নকলনবিস শ্রমজীবী ।

সরজমিন ও সূত্রে নকলনবিশদের কাছ থেকে জানা যায়, বাংলাদেশ স্বাধীনতার আগ থেকেই পারিশ্রমিকহারে নকলনবিশরা দিনের আট ঘন্টারও বেশী দলিল লেখকের সহযোগী হিসেবে পৃষ্ঠা প্রতি ২৪ টাকায় কাজ করছেন। শুধু তাই নয়, সরকারী হিসেবে ৪০ টাকারো বেশি আদায় করে সরকারী রাজস্ব আদায় করলেও, নকলনবিসরা বিনাবেতন বিরামহীন কলম চালিয়ে নিজের দ্বায়ীত্ব পালন করছেন এসকল কলম সৈনিক নারী-পুরুষ।

সূত্রে আরো জানা যায়, ১৯৭৩ইং সালে বাংলার রাষ্ট্র নায়ক লাখ বাংঙ্গলীর শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নকলনবিসদের অক্লান্ত পরিশ্রমের মূল্যায়ন করতে জাতীয় করনের, প্রতিশ্রুতি দিয়ে থাকলে,১৯৭৫ সালে পাকিস্তানি পরাশক্তির দোষর বঙ্গবন্ধুর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে দেয়নি। সেই থেকেই সাবরেজেট্রি অফিসের বালম বইয়ের পৃষ্ঠা প্রতি পারিশ্রমিকদানে দললিল লেখার সয়হায়ক হিসেবে বাংলাদেশ সরকার নকলনবিস শ্রমজীবীরা অস্থায়ী হিসেবে দীর্ঘ ৪৮ বছর পার হলেও, জাতীয় করনের স্বীকৃতি পায়নি ।

তথ্যানুসন্ধানে জানা যায়, বাংলাদেশ আইনমন্ত্রনালয়, অর্থ মন্ত্রনালয় ও বাংলাদেশ জনশক্তি প্রশাসন মন্ত্রনালয়ের অধিনে বর্তমানে বালাম বইয়ের প্রতি দলিল থেকে সাবরেজিষ্ট্রির যাবতীয় লিখনী কাজ করতে হয় অস্থায়ী নকলনবিস শ্রমজীবী সাধারন নারী পুরুষদের। যাও আগে যতসামান্য পারিশ্রমিক পেতো তাও বন্ধ দীর্ঘ এক বছরেরো বেশি। এসব নকলনবিস শ্রমজীবীরা জাতীয় করনের আশায় পেটে পাথর বেধেঁ খেয়ে, নাখেয়ে নিরালস্য ভাবে কাজ করছে সারাদেশ ব্যাপী।

বর্তমানে বিনাবেতনে টাকার অভাবে শিশুবাচ্চার মুখের আহার পর্যন্ত জুটছেনা নকলনবিস শ্রমজীবীদের । ১৯৮৪ সালে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর প্রতিশ্রুতি বজায় রাখতে, নকলনবিসদের জাতীয় করনে বিভিন্ন কর্মকান্ড হাতে নিলেও, অদৃশ্যকরণে আলোর মুখ দেখেনি আজ পর্যন্ত। অনাহারে অর্ধ হারে, টাকার অভাবে অনেকেই পারীজমিয়েছেন নাফেরার দেশে। তথ্যে মতে দেশের মোট ১৫ হাজার তালিকভূক্ত এবং বাকি অতালিকাভূক্ত ৫ শত নকলনবিস হিসেবে দেশের গুরুত্বপূর্ণ দপ্তরে কাজ করছেন।

এবিষয়ে জাতীয় করনে দেশব্যাপী "এক দফা এক দাবী" অনস্বন, বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচী অব্যাহত থাকলেও, সরকারি কোন সুদৃষ্টি জাতীয় করনে, আজ পর্যন্ত মিলেনি, যার ফলে বিনাবেতনে টাকার অভাবে মানবেতর জীবনযাপন করছে বলে জানিয়েছন,পটুয়াখালী জেলা সহ গলাচিপা সাবরেজিষ্ট্র অফিসের নকলনবিস শ্রমজীবীরা।

এবিএন/মু. জিল্লুর রহমান জুয়েল/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত