![গাজীপুরে এনা পরিবহনের বাসচাপায় অজ্ঞাত যুবকের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/30/accident@abnews_123296.jpg)
গাজীপুর, ৩০ জানুয়ারি, এবিনিউজ : গাজীপুর মহানগরের ছয়দানা হাজীরপুকুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসচাপায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল হাই জানান, হাজীরপুকুর এলাকায় হারিকেন কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় উত্তরবঙ্গগামী এনা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন অাহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এবিএন/অালমগীর হোসেন/জসিম/এমসি