![চকরিয়ায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/30/accident@abnews_123303.jpg)
চকরিয়া (কক্সবাজার), ৩০ জানুয়ারি, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়ায় মালবোঝাই পিকআপ ট্রাকের চাপায় মো.সোহেল (২৫) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় অপর আরোহী মো.সাইফুজ্জামান (৩০) গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিরিঙ্গা-বদরখালী সড়কে রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আরব সিকদার পাড়ার বশির আহমদের ছেলে। আহত সাইফুজ্জামান একই এলাকার শামশুল আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মোটর সাইকেলে করে দুই বন্ধু চকরিয়ায় আসছিল। তাদের মোটরসাইকেলটি চিরিঙ্গা-বদরখালী সড়কের রামপুর এলাকায় পৌছলে বিপরীতমুখি মালবোঝাই একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মারা যায় সোহেল। আহত হয় সাইফুজ্জামান।
পরে স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে রেফার করেন।
চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, নিহত সোহেলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত করা হবে।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি