![ঘাটাইলে ব্রাকের মানবাধিকার ও আইন সহায়তা বিষয়ক মতবিনিময়](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/30/gatail-map_123311.jpg)
ঘাটাইল (টাঙ্গাইল), ৩০ জানুয়ারি, এবিনিউজ : আজ মঙ্গলবার ঘাটাইলে ব্রাকের উদ্যোগে মানবাধিকার ও আইন সহায়তা বিষয়ক এক মতবিনিময় সভা ব্রাকের ঘাটাইল শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্রাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি কমিউনিটি লিডারদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় পারিবারিক সহিংসতা, বাল্যবিবহি, তালাক, উত্তরাধিকার আইন সহ মানবাধিকার লঙ্ঘন জনিত বিষয় নিয়ে দিনব্যাপি আলোচনা হয়।
চানতারা গণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- ব্রাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির আঞ্চলিক সম্মন্বয়কারী সৈয়দ মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল জেলা ব্যাবস্থাপক মোঃ ফারুক ইকবাল, ঘাটাইল শাখার এফও মোঃ শামসুল হক।
আরও বক্তব্য রাখেন- ঘাটাইল এসই বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, বুলবুলি বেগম, পোড়াবাড়ি ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাহিদুল ইসলাম, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমূখ।
সভায় শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, নিকাহ রেজিষ্টার, ভিকটিম ও সুবিধাভোগিসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এবিএন/নজরুল ইসলাম/জসিম/এমসি