
ভোলা, ৩০ জানুয়ারি, এবিনিউজ : বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসইটির ভোলা ইউনিটের পক্ষ থেকে ভোলার দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের নেয়ামতপুর চরে শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে ।
গতকাল সেমবার দুপুরে যুব রেডক্রিসেন্টের সদস্যরা নেয়ামতপুর চরে গরিব নদীসিক্ত শীতার্থ চরবাসীদের মাঝে কম্বল বিতরন করেন । এসময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাহী সদস্য বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো: ফেরদাউস আহমদ ।
এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা রেডক্রিসেন্ট ইউনিটের যুব রেডক্রিসেন্টের প্রশিক্ষন বিভাগের প্রধান সাদ্দাম হোসেন রনি , সিনিয়র আরসিওয়াই আল মাহমুদ , আরসিওয়াই এম মইনুল এহসান, আশিকুর রহমান শান্ত ।
এই শীতে এই চরের মানুষরা অনেক কষ্টে জীবন যাপন করতো। ভোলা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে তাদের শীতের কষ্ট নিবারন এর জন্য কম্বল বিতরন করা হয়।
এবিএন/আদিল হোসেন তপু/জসিম/নির্ঝর