রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
এ জেড পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায়

সব ভালো কাজে আমাকে পাশে পাবেন: দোলন

সব ভালো কাজে আমাকে পাশে পাবেন: দোলন

ফরিদপুর, ৩০ জানুয়ারি, এবিনিউজ : ফরিদপুরের আলফাডাঙ্গা সদরে অবস্থিত এ জেড পাইলট উচ্চ বিদ্যালয়ে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যি নর্বাহী সদস্য আরিফুর রহমান দোলন। তিনি কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক।

সব ভালো কাজে আমাকে পাশে পাবেন: দোলন

বিদ্যালয় প্রাঙ্গণে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ ঘন পরিবেশে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়।এসময় শান্তির প্রতীক পায়রা উড়ানো ও মশাল জ্বালানো হয়।

উদ্বোধনী বক্তব্যে আরিফুর রহমান দোলন জাতীয় কবির বিদ্রোহী কবিতার দুই লাইন আবৃত্তি করে বলেন, ‘আমি মনে করি- এই স্কুলের ছেলে-মেয়ে যারা আছো, তোমরা প্রত্যেকে একেকজ নবীর। তোমরা আগামীতে এই দেশের, এই সমাজের, এই অঞ্চলের নেতৃত্ব দেবে। সেই মেধা তোমাদের রয়েছে বলে আমি বিশ্বাসকরি।’

সব ভালো কাজে আমাকে পাশে পাবেন: দোলন

দোলন বলেন, ‘প্রধান মন্ত্রী শেখ হাসিনা যেভাবে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে, জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন তোমরা প্রত্যেকেই তাতে অংশনেবে। তোমরা প্রত্যেকেই তাতেই তিবাচক ভূমিকা রাখবে।’ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমাদের মেধা মনন দিয়ে এই অঞ্চলকে একটি সমৃদ্ধ অঞ্চল, দেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। তোমাদের প্রতি শুভ কামনা রইল। ভবিষ্যতে সব ভালো কাজে, ইতিবাচক কাজে তোমরা আমাকে পাশে পাবে -সেই অঙ্গীকার করছি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন।

এবিএন/কে. এম. রুবেল/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত