![বন্দরে ৬ পলাতক আসামী গ্রেপ্তার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/30/arrest@abnews_123337.jpg)
বন্দর, ৩০ জানুয়ারি, এবিনিউজ : বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৬ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
ধৃতরা হলো বন্দর থানার সোনাকান্দা এলাকার বাদশা মিয়ার ছেলে জিআর মামলার পলাতক আসামী বাপ্পী (৩০) সোনাচড়া এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে ফতুল্লা থানার ১৮(২)১১ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী নূরে আলম রানা (২৭) লম্বাদরদী এলাকার মান্নান মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী সাত্তার (৩৫) দক্ষিন লক্ষনখোলা এলাকার মৃত হক বেপারী ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ফারুক (৩২) একই এলাকার আব্দুল রাজ্জাক মিয়ার ছেলে শিউর আলী (৪৫) ও নবীগঞ্জ এলাকার আফসার মিয়ার ছেলে মনির (৩০)। ধৃত ৬ পলাতক আসামীকে পৃথক ওয়ারেন্ট গতকাল সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এবিএন/মো. নাসির উদ্দিন/জসিম/নির্ঝর